
ইন্ডোরে ঢোকার গেট পাস নিয়ে বচসা, পুলিশের সামনেই হাতাহাতি চাকরিহারাদের দুই পক্ষের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে তীব্র উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৈঠকে ঢোকার গেট পাস নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা SSC-র শিক্ষকদের একাংশের। তাঁদের দাবি, বৈঠকে ঢোকার জন্য পাস বিলি হয়েছে। কিন্তু সেই পাস তাঁরা পাননি। আবার অন্য একটি অংশ পাস নিয়ে পৌঁছে যান নেতাজি ইন্ডোরের সামনে। তাঁদের দাবি, তাঁরাই ‘যোগ্য’ শিক্ষক, তাই তাঁদের পাস ইস্যু করা হয়েছে। এ নিয়ে সোমবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে নেতাজি ইন্ডোরের সামনে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সামনেই। রণক্ষেত্রের চেহারা নেয় ইন্ডোর চত্বর। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ। ‘অযোগ্য’ প্রার্থীরা বৈঠকে ঢুকলে তাঁরা বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে হাতে পাস থাকা চাকরিহারারা। তাঁরা ইন্ডোরের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অন্য গেট দিয়ে তাঁদের ভিতরে প্রবেশ করানোর বন্দোবস্ত করেন। যদিও কারা এই পাস ইস্যু করেছে এবং কোন মাপকাঠিতে পাস দেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে কোনও উত্তর দিতে পারেনি পুলিশ। চাকরিহারাদের একাংশের অভিযোগ, টাকার বিনিময়ে গেট পাস বিক্রি করা হয়েছে। ‘যোগ্য’-দের বঞ্চিত করে ওই পাস দেওয়া হয়েছে ‘অযোগ্য’-দের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে রবিবার রাত থেকে শহিদ মিনারের সামনে হাজির হন দূর-দুরান্তের চাকরিহারারা। বিনিদ্র রাত কেটেছে সকলের। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিরোধীদের মদতেই সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। নানা প্রলোভনে লোক ঢুকিয়ে সভা বানচালের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাঁর। এ দিন সকাল থেকে নেতাজি ইন্ডোরের বাইরে যেভাবে পাস বিলি নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে প্রশ্ন উঠছে, কী ভাবে যোগ্য অযোগ্য বাছাই করে পাস বিলি করা হলো? নিজেদের ‘যোগ্য’ হিসেবে দাবি করা চাকরিহারাদের একাংশের অভিযোগ, বৈঠক বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোন পথে ‘যোগ্য’-‘অযোগ্য’ বাছাইয়ের পর্ব সম্পন্ন হয়, বৈঠক থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কী মানবিক বার্তা দেন, সে দিকেই তাকিয়ে সকলে।