আগামী ৮ মার্চ ঘোষণা হতে পারে তৃণমূলের রাজ্য কমিটিঃ সূত্র
জাতীয় কর্মসমিতির বৈঠকে ইতিমধ্যেই বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। নবীন-প্রবীণ মিলিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে জাতীয় স্তরের কমিটি। এবার শীঘ্রই রাজ্য কমিটি গড়ে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, আগামী ৮ মার্চ তিনি বৈঠক করবেন রাজ্য কমিটি নিয়ে। তৃণমূল সূত্রে খবর, জাতীয় স্তরের কমিটিতে যেমন সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখে চলা হচ্ছে। তেমনি রাজ্য কমিটিতে সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখেই গড়ে দেওয়া হবে। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠকে বলেছেন, নবীনরা স্বাগত, তবে, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। ফলে ধরে নেওয়া হচ্ছে রাজ্য কমিটিতেও সেই ছাপ থাকবে। ফলে ধরে নেওয়া হচ্ছে সিনিয়র-জুনিয়র মিলিয়েই দলকে আরও শক্তিশালী করে তুলতে চান তিনি। আর সে কারণেই শীঘ্রই দলের রাজ্য কমিটি ঘোষণা করে দিতে পারেন তিনি ৷