পুরভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে একগুচ্ছ নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা পুরভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন থেকে শুরু করে বুথে বুথে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে৷ প্রতি ভোটগ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে৷ চার জনের বেশি জমায়েতে নিষেধ করা হয়েছে৷ ৫০টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। ডায়মন্ড হারবার, হাওড়া ও বিধাননগর অঞ্চলেও নাকা চেকিং চলবে। এছাড়াও বেশ কিছু নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

একনজরে দেখে নিন রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশিকা –

🔴 ভোটারদের মনোবল বাড়াতে রুটমার্চ চলবে।

🔴 সমস্ত অসম্পূর্ণ বিল্ডিং, কমিউনিটি হল, লজ, গেস্ট হাউস, হোটেল এবং স্টেডিয়ামগুলিতে কড়া নজরদারি চলবে।

🔴 বাইরে থেকে আসা কোনও মানুষজনকে এই সমস্ত জায়গাগুলিতে থাকতে দেওয়া হবে না।

🔴 সমস্ত সীমানা সিল করে দেওয়া হবে এবং গাড়িগুলিতে তল্লাশি চলবে।

🔴 অবৈধ অস্ত্র এবং মাদক বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালু থাকবে।

🔴 ভোট সংক্রান্ত সন্ত্রাস, বুথ দখলের রেকর্ড রয়েছে এমন কোনও ব্যক্তি জামিনে থাকলে তাঁদের লাইসেন্সড আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হবে।

🔴 আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নথিবদ্ধ ক্রিমিনালদের আটক করা হবে।

🔴 এলাকা নিয়ন্ত্রণের ভার সেক্টর মোবাইল ভ্যান, কুইক রেস্পন্স টিম, হাই রেডিও ফ্লাইং স্কোয়াডের হাতে থাকবে। যে কোনও পরিস্থিতি তারা যাতে এলাকায় পৌঁছতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে।

🔴 বন্দুকধারী পুলিসদের সুনিশ্চিত করতে হবে বুথে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে এবং নির্বিঘ্নে ভোট চলছে।

🔴 ভোটাররা বুথে পৌঁছনোর ক্ষেত্রে যাতে কোনও রকম বাধার সম্মুখীন না হয়, তা দেখতে হবে।

🔴 প্রার্থীদের ক্যাম্পগুলির প্রতিও কড়া নজরদারি চলবে।

🔴 সিসিটিভি ক্যামেরা যাতে কোনও ভাবেই বন্ধ না হয়ে যায়, তাও দেখতে হবে।

error: Content is protected !!