মেডিক্যাল পড়ুয়াদের পরীক্ষার লাইভ স্ট্রিমিংয়ের নির্দেশ রাজ্য সরকারের

মেডিক্যাল পড়ুয়াদের পরীক্ষার লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে এবার মুখ খুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এর আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সর্বশেষ বৈঠকে থ্রেট কালচার নিয়ে অভিযোগ করেছিলেন কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। সেখানেই ডাক্তাররা অভিযোগ করেছিলেন, থ্রেট কালচার চালানো বহু জুনিয়র ডক্তারই পরীক্ষায় পাশ করার যোগ্য নয়। এই আবহে এবার রাজ্য সরকার নির্দেশ দিল, এবার থেকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে সিসিটিভি। রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকেও কেন্দ্রীয় ভাবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা।