২১৮ টাকা প্রিমিয়ামে ১০ লক্ষের দুর্ঘটনা বিমা পুলিশের কর্মীদের জন্য, মিলবে সন্তানের পড়াশোনার খরচও

 কর সমেত বছরে মাত্র ২১৮ টাকা প্রিমিয়াম দিলেই ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার পাশাপাশি রাজ্য পুলিসের কর্মীরা একাধিক সুবিধা পেতে পারেন। যারমধ্যে ছেলেমেয়ের পড়াশোনার খরচ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া সবই  রয়েছে। কর্মরত পুলিস কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিস কর্মীরাও চাইলে, এই বিমার সুবিধা পেতে পারেন। আবার পুলিসে কর্মরত গ্রুপ ডি এবং  মিনিস্ট্রেরিয়াল ষ্টাফরা (স্টেট ভিজিল্যান্স কমিশনের স্টাফরা বাদে) এই সুবিধা পাওয়ার যোগ্য। এরফলে প্রায় লক্ষাধিক পরিবার উপকৃত হবেন। রাজ্য পুলিসের এক সূত্রে জানা গিয়েছে, এমনিতে  দুর্ঘটনা বিমা রাজ্য পুলিসে নতুন কিছু নয়। কিন্তু  এত স্বল্প টাকা  প্রিমিয়াম দিয়ে  এমন বহুমুখী সুবিধা কার্যত নজিরবিহীন। সূত্রের খবর,  এবারের এই প্রকল্পে বিমাকৃত টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। যেমন,  দুর্ঘটনায় রাজ্য  পুলিসের কোনও কর্মীর মৃত্যু হলে বা পুরোপুরি পঙ্গু হয়ে গেলে ১০ লাখ ক্ষতিপূরণ পাবে তাঁর পরিবার। আগে যা ছিল ৭ লাখ টাকা। এই বিমার আওতায় এলে রাজ্য পুলিসের কর্মীরা  হাসপাতালে ভর্তির সময় আম্বুলেন্স ভাড়া বাবদ তিন হাজার টাকা পাবেন। পাশাপাশি, এই  বিমা থাকলে একজন পুলিস কর্মী তাঁর ছেলেমেয়ের (সর্বাধিক দুই সন্তান)  পড়াশোনা বাবদ বিমাকৃত অর্থের ১০ শতাংশ পাবেন। এমনকী এই বিমা করা থাকলে,   সামরিক বাহিনীর মতো শেষকৃত্যের খরচও মিলবে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিসের ডিআইজি (প্ল্যানিং অ্যান্ড ওয়েলফেয়ার) কৃষ্ণকলি লাহিড়ি  এই বিমা সংক্রান্ত একটি  নির্দেশিকা রাজ্য পুলিসের সব ইউনিটের পাশাপাশি সমস্ত জেলার এসপি’কে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ইচ্ছুক রাজ্য পুলিসের কর্মীদের প্রিমিয়াম বাবদ ২১৮ টাকা সেপ্টেম্বর মাসের বেতন থেকে কাটা হবে। আর অবসরপ্রাপ্ত পুলিস কর্মীরা চেকের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা  দিতে পারবেন। এই বিমার সুবিধা মিলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। 

error: Content is protected !!