পুজোর পর জেলায় জেলায় নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের

 পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে দলের জনপ্রিয়তা ধরে রাখতে ও মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা আরও চাঙ্গা করতে পুজোর পরে নতুন কর্মসূচি নিচ্ছে জোড়াফুল শিবির। তৃণমূল সূত্রে খবর, দুর্গাপুজোর পরেই রাজ্যের সমস্ত জেলায় গিয়ে জনসংযোগ করবেন দলের শীর্ষ নেতারা। নতুন এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতাদের জেলা সফরের রুটিন তৈরি করে দেওয়া হচ্ছে। সেই রুটিন মেনেই কাজ করবেন নেতারা।

error: Content is protected !!