বড়সড় সাফল্য রাজ্য এসটিএফের, বসিরহাটে উদ্ধার কার্তুজ-আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

পহেলগাঁও আবহের মধ্যেই বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফের । গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ‍্য পুলিশের বিশেষ তদন্তকারী দল । গ্রেফতার করা হয়েছে দুই অস্ত্র ব‍্যবসায়ীকেও ! এসটিএফ সূত্রে খবর, সোমবার গভীর রাতে বসিরহাটের সিশোনা দাসপাড়ায় হানা দিয়ে এই সাফল্য মিলেছে । ধৃত দুই অস্ত্র ব‍্যবসায়ীর কাছ থেকে দু’টি অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৫২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ! যা দেখে চোখ কপালে উঠছে গোয়েন্দা আধিকারিকরদেরও । বিপুল এই কার্তুজ ও আগ্নেয়াস্ত্র কেন মজুত করা হয়েছিল ? এর পিছনে কী কোনও পাচার চক্রের হাত রয়েছে ? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া তদন্তকারীরা । এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম দীপ্তজিৎ সেন ও কাজল মুখোপাধ্যায় । ২৯ বছরের দীপ্তজিৎ-এর বাড়ি বসিরহাটের চোট জিরাকপুরে । অন‍্যদিকে, বছর চল্লিশের কাজল বসিরহাটের সিশোনা দাসপাড়ার বাসিন্দা । ধরা পড়ার পর দু’জনেই নিজেদের অপরাধের কথা কবুল করেছে । ধৃতরা জানিয়েছে, অনেক দিন ধরেই তারা এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত । নিজেদের বাড়ি থেকেই এই কারবার চালাতেন তারা । প্রাথমিক তদন্তে এসটিএফ কর্তাদের অনুমান, মজুত করা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সীমান্ত দিয়ে ওপার বাংলায় পাচারের উদ্দেশ্য ছিল ধৃত দুই অস্ত্র কারবারির । সেই কারণে ধৃতদের জেরা করে অস্ত্র কারবার সম্পর্কে বিশদে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা । পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের সীমান্ত এলাকাগুলিতে নজরদারি কয়েকগুণ বেড়েছে । সীমান্ত এলাকার পাশাপাশি জল সীমান্তেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে । সর্বদা তীক্ষ্ণ নজর রেখে চলেছেন সীমান্তরক্ষী বাহিনী । ফলে, নিরাপত্তার ফাঁক গলে যে কোনও বেআইনি কারবার করা যথেষ্ট মুশকিল । এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, বসিরহাট থানার অন্তর্গত সিশোনা দাসপাড়ায় বেআইনি অস্ত্র কারবার সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়েছিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল । সেই সূত্র ধরে সোমবার গভীর রাতে প্রথমে দীপ্তজিৎ সেনের বাড়িতে তল্লাশি চলে। সেখান থেকে দু’টি সেমি অটোমেটিক রাইফেল এবং ২৫২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ।

error: Content is protected !!