ফের পাথর ছোঁড়া হল বন্দে-ভারত এক্সপ্রেসে

 দুষ্কৃতীদের পাথরের নিশানায় বন্দেভারত এক্সপ্রেস। এবার তেলেঙ্গানায় ট্রেনকে উদ্দেশ্য করে ছোঁড়া হল পাথর। জানা গিয়েছে, গতকাল মেহেবুবাবাদ স্টেশনের কাছে সেকেন্দরাবাদ থেকে বিশাখাপত্তনমগামী বন্দেভারত ট্রেনটির দিকে পাথর ছোঁড়া হয়। যদিও এই হামলায় ট্রেনের কোনও যাত্রী জখম হননি তবে বন্দেভারতের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

error: Content is protected !!