মাঝরাতে অপরাজিতা আঢ্য গাড়ি লক্ষ করে ঢিল

মাঝরাতে অপরাজিতা আঢ্য-এর গাড়িতে লক্ষ করে ঢিল, ভাঙচুর। অল্পের জন্য রক্ষা পেলেন টলি অভিনেত্রী। তুন ছবির প্রচারের পর স্টুডিও গিয়েছিলেন অপরাজিতা । সেখানে চলছিল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের শুটিং শেষ হতে প্রায় রাত ১২ টা বেজে যায়। ঠিক তখনই স্টুডিওতে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয়। অপরাজিতা জানিয়েছেন, আমি তখন মেকআপ রুমে ছিলাম। হঠাৎ শুনি কেউ এলোপাথাড়ি ইট ছুড়ছে। যেহেতু আমার গাড়িটা স্টুডিওর একদম সামনে রাখা ছিল, তাই গাড়ির ক্ষতি হয়। আমি যদি গাড়ির মধ্যে থাকতাম তাহলে আমিও আহত হতাম। অপরাজিতা জানিয়েছেন, ”তিনি পরে জানতে পারেন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের কাজ এটা। প্রায় ৩০০-৪০০ ইট ছোঁড়া হয়েছে রাতে। ২৫-৩০টা ইট এসে পড়েছে স্টুডিওর ভিতরেই। জানি না এটা কি করে একজন মানুষের কাজ হতে পারে।”

error: Content is protected !!