ফের কাঁচ ভাঙল এনজিপিগামী বন্দে-ভারত এক্সপ্রেসের

ফের কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের! এবার সি৩ ও সি৬ কোচের জানলায় ফাটল। রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিট নাগাদ দেখা যায় সি৩ ও সি৬ কোচের জানলায় পাথর ছোড়ার দাগ। তদন্তে জানা যায়, দুপুর দেড়টা নাগাদ, যখন ট্রেনটি এনজিপির দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

error: Content is protected !!