ভয়াবহ ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, রিখটার স্কেলে ৭

মঙ্গলবার কেঁপে ওঠে নিউজিল্যান্ডের দক্ষিণপ্রান্তের দ্বীপাঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। সূত্রের খবর, নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর পৌনে ৩টে নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল দেশের দক্ষিণ প্রান্তে, মাটির ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থল থেকে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তবে সুনামির কোনও সতর্কতা এখনও জারি করা হয়নি বলে জানিয়েছে হনলুলুর প্রশান্ত মহাসাগরের সুনামি ওয়ার্নিং সেন্টার। এখনও পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও নিউজিল্যান্ডের এমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাউথল্যান্ড এবং ফিউরল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জোরালো কম্পন অনুভব করেন। আতঙ্কে বহুতল ছেড়ে বেরিয়ে আসেন সেখানকার আবাসিকরা। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যেতে দেখা গিয়েছে।

error: Content is protected !!
13:38