
ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমাণ্ডু
ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ শুক্রবার মাঝরাতে রিখটার স্কেলে মাত্রা ছিল 6.1 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গভীর রাত 2টো 51 মিনিটে হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্ধুপালচক জেলা ৷ যা রাজধানী কাঠমাণ্ডু থেকে 65 কিলোমিটার দূরে ৷ সিকিমেও কম্পন অনুভূত হয় বলেও জানা গিয়েছে ৷ স্থানীয় সূত্রের খবর, নেপালের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের উৎসস্থল সিন্ধুপালচকের ভৈরবকুণ্ড এলাকা হওয়ায় কম্পনের মাত্রা সব থেকে বেশি অনুভূত হয় মধ্য ও পূর্ব নেপালে ৷ কম্পন অনুভূত হয় ভারতের সিকিম ও চিনের তিব্বতের বিস্তীর্ণ এলাকাতেও ৷ ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিকিমের ট্যাডং থেকে প্রায় 286 কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল ৷ কম্পন অনুভূত হয়েছে বিহারেও ৷ জানা গিয়েছে, পটনা, ভাগলপুর, কাটিহার, সিওয়ান, সমস্তিপুর, দ্বারভাঙা-সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে ৷