
উত্তরপ্রদেশে কলেজের হস্টেলে আত্মঘাতী ছাত্র
ফের কলেজ ছাত্রের আত্মহত্যা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। শনিবার রাতে এলাহাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফেরমেশন টেকনলজির প্রথম বর্ষের এক ছাত্র কলেজ হস্টেলের ছ’তলা থেকে ঝাঁপ দেন। রবিবার পুলিস জানিয়েছে, বিশেষভাবে সক্ষম ওই ছাত্র রাহুল মাদালা চৈতন্যর বাড়ি তেলেঙ্গানায়। একদিন পরই তাঁর ২১তম জন্মদিন ছিল। তার আগেই আত্মহত্যার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। জানা যাচ্ছে, সম্প্রতি একটি পরীক্ষায় রাহুল অকৃতকার্য হয়েছিলেন। তারপর থেকেই তিনি মুষড়ে পড়েন। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। সাতদিনের মধ্যে সেই রিপোর্ট জমা পড়বে। অন্যদিকে পুলিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ৫৫ নাগাদ কলেজ ক্যাম্পাসের মধ্যেই হস্টেলের ছ’তলা থেকে ঝাঁপ দেন রাহুল। ঘটনার খবর পেয়ে পুলিস অকুস্থলে পৌঁছয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ধুমনগঞ্জের এসিপি অজেন্দ্র যাদব বলেন, মনে করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকেই ওই ছাত্র অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এই আত্মহত্যা কি না, খতিয়ে দেখা হচ্ছে।