
বিশ্বভারতীতে ফের ছাত্র-বিক্ষোভ
ফের ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে । ক্যাম্পাস খোলা-সহ ১২ দফা দাবিতে শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যকে ডেপুটেশন দিতে আসেন বাম সমর্থিত পড়ুয়ারা । কিন্তু ঢুকতে বাধা দেওয়ায় পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় । ফলে বিশ্বভারতীর উপাচার্যের দফতরের সামনে বলাকা গেটে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ শুক্রবার চরম আকার নিল। এদিন বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে পঠন-পাঠন চালু করতে হবে। এছাড়াও উপাচার্যের পদত্যাগ সহ ১২ দফা দাবিতে সরব হয় বিক্ষোভরত পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, বিশ্বভারতীর উপাচার্য বিভিন্ন অনৈতিক কাজকর্ম করছেন। সেই বিষয়ে একটি ডেপুটেশন দিতে গেলে ছাত্রদের বাধা দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে প্রবেশপথ রয়েছে, সেখানে আটকে দেওয়া হয় তাদের। পড়ুয়াদের এও দাবি, শিক্ষাভবনে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার সঠিক তদন্ত করতে হবে। শান্তিনিকেতনের যে জায়গাগুলোয় আগে প্রবেশ করা যেত, যেখানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলি খুলে দিতে হবে। সবমিলিয়ে ১২ দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, যতদিন না উপাচার্য বিশ্বভারতী থেকে চলে যাচ্ছেন, ততদিন তাঁদের এই বিক্ষোভ চলবে দফায় দফায়।