নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিমকোর্টে জামিন পেলেন এসএসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুবীরেশ ভট্টাচার্য। শুক্রবার তাঁকে জামিন দিল সুপ্রিমকোর্ট। হাই কোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। তবে তাঁর জেল মুক্তি ঘটছে কি না, সেই বিষয়ে স্পষ্ট জানা যায়নি। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুবীরেশ এক সময়ে এসএসসির চেয়ারম্যানই ছিলেন। পরবর্তীকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও দায়িত্ব সামলেছিলেন। উপাচার্য থাকাকালীনই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। সুবীরেশের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, তাঁর নির্দেশেই কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করে তাঁদের প্যানেলে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁর তদন্তে সহযোগিতা না করারও অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি গিয়েছে ২৫,৭৫২ শিক্ষক ও অশিক্ষককর্মীর। গোটা প্রক্রিয়ায় গলদ রয়েছে যার ফলে ‘যোগ্য’-‘অযোগ্য’ প্রার্থী চিহ্নিত করা যায়নি। তার জেরেই বাতিল গোটা প্যানেল। এবার তারপর দিনই সেই সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর পর জামিন পেলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্য়ান সুবীরেশ।

error: Content is protected !!