জম্মু ও কাশ্মীরের বুদগাম থেকে বারামুলায় বৈদ্যুতিন ট্রেনের সফল ট্রায়াল রান

এবার উপত্যকার রেলপথে শুরু হল বিদ্যুতায়নের কাজ। সোমবার এই উপলক্ষে এটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের বুধগাম বারামুলা সেকশনে চলছে বৈদ্যুতিন ট্রেনের ট্রায়াল রান, যেটি সফলও হয়েছে।

error: Content is protected !!