সূচনা-কাণ্ডে নয়া মোড়, সন্তান খুনের আগে স্বামী ভেঙ্কটকে মেসেজ
সূচনা শেঠ বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে, তাতে রীতিমত শিউরে উঠছে গোটা দেশ। সূচনার বিরুদ্ধে অভিযোগ, নিজের ৪ বছরের ছেলেকে খুন করেছেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, প্রচুর পরিমাণ সিরাপ খাইয়ে অচেতন করে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয় চার বছরের ওই শিশুকে। অভিযোগ গোয়ার একটি হোটেলে খুন করার পর সন্তানের দেহ ব্যাগে ভরে ট্যাক্সিতে করে পাড়ি দেন কর্ণাটকে। গত কয়েকদিনে তদন্তে একে এক উঠে আসছে একাধিক তথ্য। তাক লাগাচ্ছে তাঁর পড়াশোনা, ডিগ্রিও। ইতিমধ্যে জানা গিয়েছে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল সূচনার। এবার জানা গেল, সন্তান খুনের আগে স্বামীকে মেসেজ করেছিলেন তিনি। বলেছিলেন, ছেলের সঙ্গে দেখা করার জন্য। জানা গিয়েছে ৬ জানুয়ারি সূচনা তাঁর স্বামীকে এই মেসেজ করেছিলেন। গত ২০১০-এর ১৮ নভেম্বর বিয়ে। ২০১৯-এর ১৪ অগাস্ট ছেলের জন্ম। তারপর থেকেই স্বামী ভেঙ্কট রামনের সঙ্গে অশান্তির শুরু। ছেলের প্রতি মাত্রাতিরিক্ত অধিকারবোধ থেকেই অশান্তির সূত্রপাত। এরপরই ২০২২-এ স্বামী ভেঙ্কট রামনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা অভিযোগে মামলা দায়ের করেন সূচনা। এমনকি, স্বামী ভেঙ্কটের কাছ থেকে মাসে আড়াই লাখ টাকা করে ভরণপোষণও চেয়েছিলেন সূচনা। আদালতের কাগজ অনুযায়ী, ২০২১-এর মার্চ মাস থেকেই স্বামী ভেঙ্কট রামনের থেকে আলাদা থাকছিলেন সূচনা শেঠ। স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেই আলাদা থাকছিলেন তিনি। তাঁর অভিযোগের স্বপক্ষে আদালতে হোয়াটসঅ্যাপ মেসেজ, ছবি, মেডিকেল রেকর্ডও জমা দেন সূচনা। গার্হস্থ্য হিংসা অভিযোগেই চলছিল বিবাহ বিচ্ছেদের মামলা। এমনকি বিবাহ বিচ্ছেদের জন্য স্বামী ভেঙ্কট রামনের কাছ থেকে মাসে আড়াই লাখ টাকা ভরণপোষণও দাবি করেছিলেন সূচনা। কারণ, সূচনার দাবি ছিল, তাঁর স্বামী বছরে ১ কোটি টাকারও বেশি রোজগার করেন। এবিষয়ে আদালতের কাগজ থেকে জানা গিয়েছে যে, তাঁর স্বামী ভেঙ্কট রামনের মাসিক আয় ৯ লাখ টাকা। বেঙ্গালুরুর মাইন্ডফুল AI ল্যাব-এর সিইও সূচনা ৩ মাস আগে ছেলেকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেন। ৩ মাস আগে সূচনা ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যায়, একটি অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছে একরত্তি ছেলে। অ্যাকোয়ারিয়ামের মাছের সঙ্গে খেলছে সে। হাত বাড়িয়ে মাছ ধরার চেষ্টা করছে খুদে।