শোভাবাজারের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ এক যুবকের ৷ ঘটনায় বছর 30-এর ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ বেলা ১২টা ৪৫ মিনিটে কবি সুভাষগামী ট্রেন যখন শোভাবাজার স্টেশনে ঢুকছিল, তখনই ওই যুবক লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার জেরে, দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত ডাউন ও আপ লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ বেলা দেড়টার পরে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যবুক যখন ঝাঁপ দেন, তখন চালক দ্রুত ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি ৷ গুরুতরভাবে জখম হওয়ার জেরে তাঁর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘক্ষণ শোভাবাজার স্টেশনে প্ল্যাটফর্মের পায়চারি করছিলেন ৷ শ্যামপুকুর থানার পুলিশ মৃতের পরিচয় ও কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে ৷