
মুর্শিদাবাদে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ ঘিরে হাজরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ সুকান্তদের
মুর্শিদাবাদে হিংসায় আক্রান্ত ঘরছাড়াদের জন্য বিজেপির অর্থ সংগ্রহ অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল হাজরা মোড়ে ৷ ভিক্ষাপাত্র নিয়ে অর্থসংগ্রহের অভিযানে পুলিশ বাধা দিলে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের অন্যান্য নেতারা ৷ সুকান্ত-সহ বেশ কয়েকজন মহিলা ও পুরুষ কর্মীকে আটক করে পুলিশ ৷ মুর্শিদাবাদে অত্যাচারিতদের জন্য এদিন ত্রাণ সংগ্রহ কর্মসূচি নিয়েছিল বিজেপি ৷ তাতেই পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ৷ কথা কাটাকাটি থেকে পুলিশকর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ এরপরই আটক করা হয় সুকান্ত মজুমদার-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে ৷ আটক হওয়ার পর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ পুলিশের দাবি, এদিনের কর্মসূচির আগাম কোনও খবর ছিল না ৷ আচমকাই অর্থ সংগ্রহে নামে বিজেপি ৷ পুলিশকে না-জানিয়ে এভাবে কর্মসূচি করা যায় না বলে জানিয়ে, পুলিশের তরফে দাবি করা হয় যে, সেজন্যই বাধা দেওয়া হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের ৷ এদিন সুকান্ত মজুমদার ছাড়াও কলকাতা দক্ষিণের সভাপতি অনুপম ভট্টাচার্য এবং মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ আরও অনেককেই আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে । পরে দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায়কেও আটক করা হয় ।