আগামী রবিবার থেকে ফের সকাল ৯টা থেকে মিলবে মেট্রো
আগামী রবিবার থেকে ফের সকাল ৯টা থেকে মিলবে দিনের প্রথম মেট্রো পরিষেবা। আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাশাপাশি বাড়ছে ট্রেনের সংখ্যাও। আগামী ৬ মার্চ থেকে বাড়ছে ট্রেনের সংখ্যাও। বাড়ানো হচ্ছে আরও ৮টি পরিষেবা। ওইদিন থেকে ১২০টির পরিবর্তে সারাদিনে চলবে ১২৮টি (৬৪ আপ ও ৬৪ ডাউন) ট্রেন। মোট 128টির মধ্যে 124টি (61 আপ ও 63 ডাউন) কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে। আগামী রবিবার থেকে অর্থাৎ 6 মার্চ থেকে মেট্রোর সময়সূচি ৷ দিনের প্রথম পরিষেবা: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 9টার সময়। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 9টার সময়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টার সময়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৩০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৩০ মিনিটে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে কোনও বাড়তি পরিষেবা দেওয়া হয়নি এবং সময়সূচিও থাকছে আগের মতোই।