বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যবতীয় মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন। বিচারাধীন বিষয় নিয়ে কোনও বিচারপতি সাক্ষাৎকার দিতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সেই সাক্ষাৎকারের অনুবাদ খতিয়ে দেখেই এদিন এই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার বেঞ্চ পরিবর্তনের জন্যও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

error: Content is protected !!