‘আরজি করের মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন খারিজ’, সাফ জানাল শীর্ষ আদালত
আরজি করে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার বিচার প্রক্রিয়া বাংলার বাইরে স্থানান্তরিত করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ টানা দুদিন পিছিয়ে যাওয়ার পর আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি। শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট তুলে দেওয়া হয় সিবিআইয়ের তরফে। সলিসিটার জেনারেল তুষার মেহেতা এদিন উপস্থিত থাকতে পারেননি। তাই তাঁর জুনিয়র স্টেটাস রিপোর্ট তুলে দেন প্রধান বিচারপতির হাতে। স্টেটাস রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতি বিস্তারিত বলার পরেই আরজি কর মামলার শুনানি অন্য রাজ্যে সরানোর দাবি জানানো হতে স্পষ্ট সেই দাবি নাকচ করে দেন সুপ্রিম কোর্টের সিজেএই ডি ওয়াই চন্দ্রচূড়। আইনজীবী মহেশ জেঠমালানি তাঁর আবেদনে বলেন, “ট্রায়াল অন্যত্র রাজ্যে সরানো হোক।” এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি স্পষ্ট শীর্ষ আদালতের অবস্থান জানিয়ে বলেন, “আমরা সরাচ্ছি না ট্রায়াল। সেটা জুডিশিয়াল সিস্টেমের উপর প্রশ্ন তোলা হবে।” উল্লেখ করে, গত ৪ নভেম্বর কলকাতার একটি আদালতেই ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে ৷ ১১ নভেম্বর থেকে মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে ৷