অভিষেককে নিয়ে বিচারপতি গঙ্গাপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট

তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নিয়োগ মামলা চলাকালীন বিচারপতির একটি নির্দেশে দিয়েছিলেন। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ।মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ জেল থেকে বিচারপতির লেখা চিঠিতে অভিযোগ করেছিলেন, তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছে। তার পরিপ্রেক্ষিতেই বিচারপতির নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হোক।পাল্টা সুপ্রিম কোর্টে মামলা গড়ালে সোমবার স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া হয় পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গাপাধ্যায়ের নির্দেশের স্থগিতাদেশ বহাল থাকবে।

error: Content is protected !!