বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন ‘বেআইনি’, প্রশাসন বিচারক হতে পারে না, তীব্র তিরস্কার সুপ্রিমকোর্টের

উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলির বড় ধাক্কা সুপ্রিমকোর্টে। বুলডোজার অ্যাকশনকে বেআইনি ঘোষণা করল সুপ্রিম কোর্ট। রীতিমতো তিরস্কারের সুরে এদিন শীর্ষ আদালত বলে, বিচার ছাড়া কোনও অভিযুক্তের বাড়ি ভাঙার সিদ্ধান্ত বেআইনি ও সংবিধান বিরোধী। অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িতে বুলডোজার চালানো যাবে না। মানুষের আশ্রয় কাড়ার অধিকার কে দিয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই এদিন বলেন, কোনও সরকার বা প্রশাসন কখনও কোনও বিচার ব্যবস্থায় ভূমিকা নিতে পারে না। প্রশাসন কখনও একজন ব্যক্তিকে দোষী বলে ঘোষণা করতে পারে না। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে যদি কারও বাড়ি ভাঙা হয়, তাহলে তো আইনের শাসন নিয়েই প্রশ্নচিহ্ন উঠবে! প্রশাসন কখনও একজন বিচারকের ভূমিকা নিয়ে কোনও অভিযুক্তের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিতে পারে না। বিচারপতি গভাইয়ের কথায়, “গণতান্ত্রিক সরকারের ভিত্তি-ই হল আইনের সুশাসন। আর সেই আইন বলে, প্রমাণের আগেভাগেই কোনও অভিযুক্তকে দোষী বলা যায় না। তাই আইনের শাসন বলে, ‘স্বেচ্ছাচার’ করে কারও সম্পত্তি, আশ্রয় কেড়ে নেওয়া যায় না। সরকারের এহেন ‘স্বৈরাচারী’ পদক্ষেপ থেকে রক্ষা পাওয়ার জন্য সংবিধান নাগরিকদেরও কিছু অধিকার দিয়েছে।  উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে।