
‘মুখ্যমন্ত্রী দায়ী’, শিক্ষকদের চাকরি হারানো প্রসঙ্গে মমতাকে তোপ শুভেন্দুর
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি ৷ এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার বিধানসভা চত্বরে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা দাবি করেন, “বর্তমানে মুখ্যমন্ত্রী পুরোপুরি বিভ্রান্ত । নিয়োগ বিক্রি করে অন্তত ৭০০ কোটির বেশি টাকা তোলা হয়েছে । আর এই দুর্নীতির মূলে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজে ।” শীর্ষ আদালতের নির্দেশের পর মুখ্যমন্ত্রী জানান, চাকরিহারাদের প্রার্থীদের পাশে দাঁড়াতে আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন তিনি । এদিন, তার পাল্টা কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, “আগামী ৭ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করুন ৷ ওই দিন রাজ্যজুড়ে বিজেপি পথে নামবে ‘চোর মমতা’ স্লোগান দিয়ে । আমাদের একটাই দাবি- মুখ্যমন্ত্রীর পদত্যাগ ।” তিনি আরও বলেন, “এই সরকারের বিরুদ্ধে ফের আওয়াজ তুলতে হবে । যাঁরা চাকরি বিক্রি করেছেন, তাঁদের জেলে পাঠাতে হবে ।” মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিয়েও কটাক্ষ করেন বিরোধী নেতা । শুভেন্দু বলেন, “ওঁনার কথা শুনে মনে হচ্ছিল, চোরের মায়ের গলাটা সব থেকে বড় !” তাঁর অভিযোগ, “সুপ্রিম কোর্ট বারবার সুযোগ দিয়েছে যোগ্য ও অযোগ্যদের পৃথক করার জন্য । কিন্তু, রাজ্য সরকার এবং এসএসসি তা পারেনি । বরং, এসএসসি-র বেশিরভাগ কাজ চলত নাকতলার বাড়ি থেকে ।” তিনি আরও বলেন, “পার্থ চট্টোপাধ্যায় পুরো নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করেছেন । তাঁর সঙ্গে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রীর দফতরের একাধিক আধিকারিক । এমনকী যেটা বলা হচ্ছে, 6 হাজার শূন্যপদের ফর্মুল ৷ সেটাও দুর্নীতিগ্রস্ত আমলা মনীশ জৈনের তৈরি ।”