ললিত মোদীর অর্ধাঙ্গিনী সুস্মিতা সেন!

জীবন-সঙ্গী হিসেবে অবশেষে ললিত মোদী-কে বেছে নিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন! নেটপাড়া জুড়ে আপাতত এমন খবরই শোনা যাচ্ছে। এই খবরের সূত্রপাত ললিত মোদীর করা একটি পোস্টের পরেই। সুস্মিতার সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী লেখেন, ‘আমার অর্ধাঙ্গিনী’। আচমকা এমন খবরে স্তম্ভিত নেটপাড়া। সকলেরই প্রশ্ন শেষপর্যন্ত ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা? পরে অবশ্য বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। ফের লেখেন তাঁরা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু করেছেন মাত্র। বৃহস্পতিবার বেশকিছু ছবির সঙ্গে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু।  ললিত মোদীর এই পোস্টের পরই তাঁর সঙ্গে সুস্মিতার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ললিত স্পষ্ট করেন, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।

error: Content is protected !!