নির্বাচনে দুর্নীতির অভিযোগেও কারাদণ্ড নোবেলজয়ী নেত্রী আন সান সু কি’র

এবার নির্বাচনে দুর্নীতির অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হল আন সান সু কি’কে। সেনা শাসিত মায়ানমারের একটি আদালত এই রায় দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে একথা জানা গিয়েছে। এর আগে গত আগস্টে ৪টি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নোবেলজয়ী নেত্রী। তাঁকে ছ’বছরের সাজা শোনানো হয়। তারও আগে গত এপ্রিলে এগারোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। বোঝাই যাচ্ছে, গণতন্ত্রকামী এই নেত্রীকে যেনতেনপ্রকারেণ কারাবন্দি রাখতে মরিয়া মায়ানমারের সেনা শাসকরা। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আচমকাই ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পতন হয় নির্বাচিত সরকারের। তারপর থেকেই সেনার নির্দেশে বন্দি মায়ানমারের নেত্রী আন সান সু কি । তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। আর্থিক দুর্নীতি, ভোটে কারচুপি এমনকী ভোটপ্রচারে করোনাবিধি ভাঙারও অভিযোগ রয়েছে নোবেল প্রাপক এই নেত্রীর বিরুদ্ধে।

error: Content is protected !!