সারদার ফাইল লোপাট মামলায় কাঁথি থানায় তলব সৌমেন্দু অধিকারীকে

শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে আজ কাঁথি থানায় তলব করল পুলিশ। সারদা দুর্নীতিতে ফাইল লোপাটের মামলায় নাম রয়েছে সৌমেন্দুর বিরুদ্ধে। আজ দুপুর বারোটায় কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমন্দুকে হাজিরা দিতে বলা হয়। পুলিস সূত্রে খবর, ফাইল লোপাট মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। সারদা মামলায় ফাইল লোপাটের যে অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে রয়েছে তারে আগেও একাধিকবার তলব করা হয়েছে। দীর্ঘ প্রায় ৮ মাস পর তাঁকে ফের তলব করা হয়েছে। সৌমেন্দু দাবি, পুলিস অহেতুক তাঁকে বারবার ডাকছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে যে পুলিসকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাই থানায় যাব। পুলিশকে সর্বতভাবে সহায্য করব। ফাইল লোপাট মামলায় সৌমেন্দুকে তলব করায় স্বভাবতই অস্বস্তিতে অধিকারী পরিবার।

error: Content is protected !!