
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিমকোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি । এমনই চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ তাঁর নেতৃত্বে বিধানসভার ভেতরে ও বাইরে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবিধান না মানা ও বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তারই প্রতিবাদে বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি সুপ্রিম কোর্টে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি ৷ এদিন শুভেন্দু অধিকারী বলেন, “সুপ্রিম কোর্টে তেলেঙ্গানা নিয়ে মামলা হয়েছে, সেখানে ১০ জন বিধায়ককে দলত্যাগ করিয়েছিল ৷ তার বিরুদ্ধে তাঁরা তেলেঙ্গানা সুপ্রিম কোর্টে গিয়েছেন । আগামী ২৪ মার্চ সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির দিন রেখেছে । ২৫ মার্চের পর এই অধ্যক্ষকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি ।”