সংঘাতের আবহে ‘সৌজন্য সাক্ষাৎ’, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু অধিকারী। সঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহাড়ি ও মনোজ টিগ্গা। ‘শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম’, জানালেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিরোধী দলনেতার ঘরে হাজির হন বিধানসভার মার্শাল। কেন? মার্শাল শুভেন্দুকে জানান, ‘মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন’। তিনি অবশ্য একা যেতে রাজি হননি। মার্শালকে বলেন, ‘আমি একা যাব না। বিধায়কদের সঙ্গে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী কি সেই অনুমতি দিচ্ছেন’? এরপর ফের মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে অনুমতি নিয়ে আসেন মার্শাল। প্রথমে দুই বিধায়ক অগ্নিমিত্রা পল ও অশোক লাহিড়িকে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান শুভেন্দু। কিছুটা পরে আসেন আর এক বিধায়ক, বিধানসভায় বিরোধীদের চিফ হুইপ মনোজ টিগ্গা। সূত্রের খবর, ঘরে ঢুকেই মমতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকদিন পর দেখা হল। তুই কেমন আছিস, বাবা কেমন আছেন’? মুখ্যমন্ত্রীর ঘর থেক বেরিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘আমি একা যাইনি। আমার সঙ্গে আরও ৩ বিধায়ক ছিলেন। ৩ থেকে ৪ মিনিট সৌজন্য বিনিময় হয়েছে। অন্য কিছু নেই’। 

error: Content is protected !!