
‘মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব’, ফের বিতর্কে শুভেন্দু অধিকারী
আজ দেশের ক্ষমতাসীন বিজেপি সংখ্যালঘু বিরোধী, সেই অভিযোগে বারবার সরব হন বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস-সহ বহু অবিজেপি দল। পালটা অভিযোগও আছে। এসবের মাঝে রাজনৈতিক লড়াইয়ে এবার ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিতর্ক বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বললেন, ”ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।” সোমের পর মঙ্গলবারও বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী বিজেপি। বিরোধী দলনেতা আলোচনার দাবি করেছিলেন। কিন্তু তা ‘অপ্রাসঙ্গিক’, এই যুক্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের ভিতরে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।পাশাপাশি কাগজ ছোড়া হয়। স্পিকার জানান, এসব করা যাবে না। এরপরই ওয়াকআউট করে বেরিয়ে বিধানসভার বাইরে এসে পোস্টার, ব্যানার নিয়ে প্রতিবাদে শামিল হন। বিধানসভা গেটের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের নিন্দায় মুখর হতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে।