
‘২৬ হাজার চাকরি গিয়েছে মমতার জন্য, বিজেপি ক্ষমতায় এলে এক মাসে কাজ ফিরবে যোগ্যদের’, বিস্ফোরক দাবি শুভেন্দুর
সুপ্রিমকোর্টে রায় ঘোষণার পরে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর জন্যই চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ৷ বিজেপি ক্ষমতায় এলে এক মাসে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি দেন বিরোধী দলনেতা ৷ নেতাজি ইন্ডোরে এ দিন অনেক যোগ্য প্রার্থীই প্রবেশাধিকার পাননি বলেও অভিযোগ করেন শুভেন্দু । তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে খোলাখুলি কথা বলার সুযোগও পাননি অনেক চাকরিহারা । এরই প্রতিবাদে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধি দলনেতা বলেন, “যাঁরা প্রতারিত, যাঁরা বঞ্চিত, তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি মুখ্যমন্ত্রী । ন্যাচারাল জাস্টিসকে অস্বীকার করেছেন তিনি ।”