রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, হুঁশিয়ারি দিলেন পুলিশকে 

 পুলিশকে ‘সাবধান’ করলেন শুভেন্দু অধিকারী। ‘বিজেপির আন্ডারে কাজ করতে হবে।’ পুলিশকে ঠিক এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে ডেঙ্গি কার্যত মহামারীর আকার ধারণ করেছে, এই অভিযোগের সামনে রেখে স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী এবং দলীয় বিধায়কদের স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকতেন বাধা দেয় পুলিশ। এরপরই সল্টলেকের স্বাস্থ্য ভবনের গেটের সামনেই স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা।‘আর নেই দরকার ডেঙ্গির সরকার।’’ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। স্বাস্থ্য ভবনের সামনে রাখা প্রিজন ভানে আচমকা উঠে পড়েন শুভেন্দু অন্যান্য বিধায়করা। ক্ষমতা থাকলে পুলিশকে গ্রেফতারের দাবি জানান শুভেন্দু। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের বেহাল ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিতে এসেছিলাম। কিন্তু সেই চিঠি আমাদের জমা দিতে দেওয়া হয়নি। পুলিশ যেভাবে আমাকে এবং অন্যান্য জনপ্রতিনিধিদের বলপূর্বক বাধা দিল তা নক্কারজনক।’’

error: Content is protected !!