বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক ব্যবহারের অভিযোগ তুলে শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে স্পিকারের বিরুদ্ধে বিজেপি অনাস্থা প্রস্তাব জমা দেবে বলেও জানা যাচ্ছে। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই তুমুল হট্টগোল বাধে। অধিবেশন শুরু হতেই পোস্টার হাতে ঢোকেন বিজেপির বিধায়করা। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারীও।

error: Content is protected !!