তৃণমূলে যোগ দিতেই প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীর, সময় দিলেন ৭ দিন

তৃণমূলে যোগদানের দিনই প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে দলের সদ্য প্রাক্তন সাংসদের করা অভিযোগ নস্যাৎ করে বলেন, “‘আমাকে আক্রমণ করেই তৃণমূলের রোজনামচা চলছে ৷ তাই বুঝি আমি সঠিক পথে আছি ৷” এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন, “চার বছরের মন্ত্রী, পাঁচ বছরের সাংসদ ছিলেন উনি। এখন হঠাৎ বলছেন, আমি ওঁর প্রকল্প আটকে দিয়েছি ? এটা ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ । আমি আমার আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠিয়েছি । নয়তো আমি দেওয়ানি ও ফৌজদারি মামলা করব ।” নোটিশে তিনটি মূল দাবি জানানো হয়েছে ৷ আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে ও প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে । এই ক্ষমাপ্রার্থনা ইংরেজি ও বাংলা সংবাদপত্র এবং সংশ্লিষ্ট মিডিয়া চ্যানেলে প্রকাশ করতে হবে । ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও মানহানিকর বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য না-করার প্রতিশ্রুতি দিতে হবে । এই দাবিগুলি পূরণ না-হলে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপে যেতে বাধ্য হবেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

error: Content is protected !!