আজ ৮ লক্ষেরও বেশি পড়ুয়াকে ট্যাব দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই উচ্চ মাধ্যমিকের স্তরের পড়ুয়াদের ট্যাবের জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে সোমবারই ১০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। মূলত গত কয়েক বছর ধরেই উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য রাজ্যের তরফে আর্থিক অনুদান দেওয়া হয়। গত বছরও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের তা দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সোমবার শিশু দিবস উপলক্ষ্যে একটি সরকারি অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পড়ুয়াকে ট্যাব দেওয়া হয়।

error: Content is protected !!