মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল

মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানার আরও ১২ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল দিল্লির একটি আদালত।  মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত এই সন্ত্রাসবাদীর প্রথম দফায় ১৮ দিন হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। সোমবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে ফের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হয়। তার মুখও ঢাকা দেওয়া ছিল। জাতীয় তদন্তকারী সংস্থা বিচারক চন্দ্রজিৎ সিংয়ের কাছে রানার হেফাজতের আবেদন জানায়। তদন্তকারী সংস্থা জানায়,  ষড়যন্ত্রের গভীরে যেতে রানাকে বিভিন্ন তথ্য ও নথিপত্রর মুখোমুখি করতে হবে।  এজন্য তাকে আরও জেরার প্রয়োজন। গত ১৮ দিনের তদন্ত সম্পর্কেও বিচারককে অবহিত করে এনআইএ।

error: Content is protected !!