
মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানাকে নিয়ে দিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছল বিমান, রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা
দেশে ফিরল 26/11 মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা ৷ আমেরিকা থেকে তাকে নিয়ে আসেন ভারতীয় আধিকারাকিরা ৷ দিল্লির পালাম বিমানবন্দরে ইতিমধ্যেই বিমানটি এসে নেমেছে ৷ সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এনআইএ ৷ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনআইএ ৷ ভারতে প্রত্যর্পণ এড়াতে চেষ্টার ত্রুটি করেনি রানা ৷ আমেরিকার একাধিক আদালতে আবেদন করেছিল পাকিস্তানের এই নাগরিক ৷ আদালতে সে নিজেকে পাকিস্তানের নাগরিক পরিচয় দিয়ে জানায় ভারতে গেলে তার উপর অত্যাচার হতে পারে ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে বলে দাবি করে ৷ কিন্তু কোনও আদালতই রানার দাবি মানতে চায়নি ৷ শেষমেশ সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তার ভারতে প্রত্যর্পণের ব্যাপারে সবুজ সংকেত দেয় ৷ এরপরই স্পষ্ট হয়ে গিয়েছিল এবার আর রক্ষা নেই রানার ৷ পরিস্থিতি বুঝে সময়মতো আমেরিকায় গিয়ে প্রত্যর্পণের নথি তৈরির কাজ শুরু করেন ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থার শীর্ষকর্তারা ৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ভারতে ফিরল রানা ৷