
মুম্বই হামলার মূল চক্রী রানাকে ১৮দিনের হেফাজতে নিল এনআইএ
মুম্বই হামলার মূল ষড়যন্ত্রীকে তাহাউর রানাকে ১৮ দিনের হেফাজতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই সময় তাকে ২৬/১১ সন্ত্রাসী হামলার আসল তথ্য উন্মোচনের জন্য বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার আমেরিকা থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হল ২৬/১১ মুম্বই হামলায় মুল অভিযুক্ত তাহাউর রানাকে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে পৌঁছানোর পর রানাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা ৷ গ্রেফতার করে তাকে পাতিয়ালা হাউস কোর্টের এনআইএ-এর বিশেষ আদালতে হাজির করানো হয়। শুক্রবার সকালে আদালত রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷ এরপর তাকে দিল্লি পুলিশের বিশেষ ঘেরাটোপে ও কড়া নিরাপত্তা ব্যবস্থায় পাতিয়ালা হাউস কোর্ট কমপ্লেক্স থেকে এনআইএ সদর দফতরে আনা হয়। এনআইএ-র এক কর্মকর্তারা জানিয়েছেন, সিজিও কমপ্লেক্সের প্রধান কার্যালয়ের ভেতরে রানাকে অত্যন্ত সুরক্ষিত কক্ষে রাখা হবে। জাতীয় তদন্তকারী সংস্থার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে,”রানাকে ১৮ দিন এনআইএ হেফাজতে রাখা হবে ৷ এই সময়ে তাকে ২০০৮ সালে মুম্বই জঙ্গিহামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে ৷” তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদের জন্য গঠিত হয়েছে উচ্চপর্যায়ের একটি টিম ৷ দু’জন ইন্সপেক্টর জেনারেল(আইজি), একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি) এবং একজন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এই টিম রয়েছেন । এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের সঙ্গে সম্পর্কিত মাত্র ১২ জন সদস্য রানাকে যে সেলে রাখা হয়েছে, সেখানে প্রবেশের অনুমতি দেওয়াা হয়েছে ৷ ডিজি ডেট ছাড়াও অন্যান্য জিজ্ঞাসাবাদকারীদের মধ্যে রয়েছেন আশিস বাত্রা (আইজি) এবং জয়া রায় (ডিআইজি)। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় তাঁরা ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার তদন্তকারী নিরাপত্তা সংস্থাগুলির কাছে থাকা তথ্য এবং অন্যান্য নথিপত্র যাচাই করবেন । এক আধিকারিক বলেন,”মুম্বই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রমাণ রানাকে দেখানো হবে ৷ যার মধ্যে রেকর্ড করা ভয়েস নমুনা, ছবি, ভিডিও এবং ইমেল অন্তর্ভুক্ত রয়েছে ৷ যা তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল ৷”