
তামিলনাড়ুতে বাজির গোডাউনে সাংঘাতিক বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৫
বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শনিবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার ওই বাজির গোডাউনে সাংঘাতিক বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা। জানা যাচ্ছে, গোডাউন ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছে বেশ কিছু জন। চলছে উদ্ধার কাজ।