
কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দিরে পুণ্যার্থীর ঢল
করোনা আবহে গত দুবছর তারাপীঠের মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজোয় সাধারণের প্রবেশ বন্ধ রাখতে হয়েছিল ৷ কিন্তু, এবার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তাই এবারের পুজোয় সামিল হওয়ার সুযোগ পেয়েছেন ভক্তরা ৷ শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে ৷ মন্দিরের পালাদার সেবায়েতরা দেবীর প্রতি ভোগ নিবেদন করেন ৷ তাতে ছিল রকমারি পদ ৷ যেমন পোলাও, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের তরকারি, বলি হওয়া পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, মাছের মাথা, পাঁচ রকমের মিষ্টি ও পায়েস ৷ মা তারা মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়ছেন, অমাবস্য়ার তিথি শুরু হওয়ার আগেই মন্দিরে বিগ্রহকে ভোগ নিবেদনের প্রক্রিয়া আরম্ভ করে দেওয়া হয় ৷ গত দুবছর ভক্তদের বাদ রেখেই মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজো করা হয়েছে ৷ কিন্তু, এবার দর্শনার্থীরা মন্দিরে ঢোকার ছাড়পত্র পেয়েছেন ৷ তাই পুজো নিয়ে তাঁদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গিয়েছে ৷ এছাড়া ভক্তদের জন্য এবারে সারারাত মন্দিরের গেট খোলা থাকবে। রাতভোর মা তারার বিশেষ পুজোয় অংশগ্রহণ করতে পারবেন ভক্তেরা। বিশেষত, যাঁরা অমাবস্যায় উপবাস করে থাকবেন, তাঁরা মা তারার মহাযজ্ঞে সামিল হতে পারবেন বলে জানালেন তারাপীঠ মন্দিরের পুরোহিত গোলক মহারাজ। এছাড়া তারা মায়ের যেমন বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে, তেমনই ভক্তদের জন্যও মন্দির চত্বরে ভোগ-ভাণ্ডারার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
মন্দির সূত্রে খবর, এদিন দুপুর ১২ টা ২৬ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। শনিবার দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি চলবে। তবে এদিন সকাল ৬টা থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। দিনভোর পুজো চলবে। গোলক মহারাজ জানান, দুপুর ১২টার সময় তারা মা-কে অন্ন ভোগ দেওয়া হবে। সেই সময় গর্ভগৃহের গেট বন্ধ থাকবে। তারপর ফের দুপুর ১টা নাগাদ গর্ভগৃহের গেট খুলবে এবং পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন। এরপর সন্ধ্যা ৬টা সন্ধ্যারতি হবে। তারপর মহাযজ্ঞ হবে। রাতভোর যাগ-যজ্ঞ চলবে এবং ভক্তেরাও সেই পুজোয় সামিল হতে পারবেন বলে জনিয়েছেন গোলক মহারাজ।