পঞ্জাব বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার ও দুই মন্ত্রী সহ ৯জনের বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য পরোয়ানা

 পঞ্জাব বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, ২ মন্ত্রী সহ ৯ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হল ৷ এই পরোয়ানা জারি করে করেছে পঞ্জাবের তরণ তারণ জেলা আদালত ৷ জাতীয় সড়ক অবরোধ সংক্রান্ত একটি মামলায় এই পরোয়ানা জারি হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ৷ আদালত থেকে আরও জানা গিয়েছে যে এদিন পঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান, ডেপুটি স্পিকার জয় কৃষ্ণ রোড়ি, ক্যাবিনেট মন্ত্রী ললিত সিং ভুল্লার, হরভজন সিং ইটিও, গুরমিত সিং মিত হেয়ার, বিধায়ক দলবীর সিং টং, বিধায়ক মনজিত সিং বিলাসপুরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে ৷ এছাড়া ৯ জনের মধ্যে এক বিধায়ক কুলওয়ান্ত সিং ও একজন কর্মী রয়েছেন ৷ সূত্র মারফত জানা গিয়েছে যে জেলা আদালতের এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে আম আদমি পার্টির ওই নেতারা হাইকোর্টে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন ৷ এই মামলায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) আইনজীবী ছিলেন বুটা সিং ৷ তিনি গত 26 অগস্ট জানিয়েছিলেন যে আদালত নির্দেশ দেয় যে এই মন্ত্রী ও অন্য যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের আবেদন যেন গ্রহণ না করা হয় ৷

error: Content is protected !!
22:52