
বাজারে বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স, দাম কমেছে লঙ্কার
কলকাতার বাজার গুলিতে লাগাতার হানা দিচ্ছে টাক্স ফোর্স-এর সদস্যরা। বুধবার তারা হানা দেয় উত্তর কলকাতার মানিকতলা বাজার এবং শিয়ালদহর কোলে মার্কেটে। বৃহস্পতিবার টাস্কফোর্স ও ইবি-র অধিকারিকরা হানা দেবে উত্তর কলকাতার হাতিবাগান এবং শোভাবাজারে।বাজারে সবজির দাম আগুন। যেকোনো সবজিতে হাত দিলেই যেন হাতে ছ্যাঁকা লাগছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মাথায় হাত । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকেই বিভিন্ন বাজার ঘুরে দেখছে টাস্ক ফোর্স। বুধবার মানিকতলা বাজার ও কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করলেন টাস্ক ফোর্স এর সদস্যরা ।টাস্ক ফোর্সের পক্ষ থেকে রবীন্দ্রনাথ কোলে জানালেন, গতকালের থেকে আজকে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যেই বাজারে কাঁচা আনাজের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশাবাদী। জানা গিয়েছে, যে কাঁচা লঙ্কা সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হছিল তার দাম কমে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে এসে দাঁড়িয়েছে। তবে বেগুন এবং টমেটোর দাম খুব একটা কমেনি। শিয়ালদহর কোলে মার্কেটে টমেটো যে পণ্যবাহী গাড়িগুলি করে আসে তার পার্কিং ফ্রি কমানো অথবা মুকুব করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে টাস্ক ফোর্স এর পক্ষ থেকে রবীন্দ্রনাথ কোলে জানান।