
১৮তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালের গান, কিং খানের নাচে মাতল ইডেন
১৮ তম আইপিএল শুরু হল কলকাতার ইডেন গার্ডেন্সে। লেজার শো-র মাধ্যমে শুরু হল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে অবশ্য কিছুটা চিন্তায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারণ সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। শুরু হয়েছিল বৃষ্টিও। কিন্তু সমস্ত আশঙ্কাকে হেলায় উড়িয়ে সন্ধ্যার বেশ কিছুটা আগেই থামল বৃষ্টি। মাঠে আরসিবি, কেকেআর দুই দলেরই ফ্যানরাই উপস্থিত। গলা ফাটানোর জন্যও প্রস্তুত। তবে টসের আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ইডেনে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। হোস্ট কিং খানের গলায় মাতোয়ার মাঠের দর্শকরা। ততক্ষণে শ্রেয়া ঘোষালের কণ্ঠে শোনা যাচ্ছে ‘আমি যে তোমার,’ ‘ঢোল বাজে,’ ‘মা তুঝে সালাম,’ ‘কর হর ময়দান ফতেহ’-র মতো সুপারহিট সব গান। এরপর দিশা পাটানির ‘মলঙ্গ মলঙ্গ’ নাচে মেতে ওঠেন ইডেনে থাকা ক্রিকেটপ্রেমীরা, গ্যালারিতে অনেককেই নাচতেও দেখা যায়। এরপর ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার ‘হুসন তেরা তওবা তওবা গান’। সব মিলিয়ে আজ, শনিবারের সন্ধ্যায় মাতোয়ারা ইডেন। বলিউডের কিং খানও পিছিয়ে থাকেননি। নাচেন ‘ঝুমে জো পাঠান’ গানে। ডেকে নেন কোহলি, রিঙ্কুদেরও। তাঁরাও নাচের তালে শাহরুখের সঙ্গে পা মেলান। এরপর মাঠে টসের আগে হয় কেক কাটার অনুষ্ঠান। রবি শাস্ত্রী টস করান কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারের উপস্থিতিতে। টস জেতেন আরসিবি আধিনায়ক রজত। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নামেন রিঙ্কু, ভেঙ্কটেশরা।