
ফের আমেরিকায় গুলি করে হত্যা তেলেঙ্গানার ছাত্রকে
তেলেঙ্গানার ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে আমেরিকায় ৷ বুধবার এমনটাই অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ ২৭ বছর বয়সি ওই ছাত্রের নাম জি প্রবীণ ৷ তিনি হায়দরাবাদের পার্শ্ববর্তী রাঙ্গারেড্ডি জেলার বাসিন্দা । তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকি কাউন্টির ব্র্যাডফোর্ড বিচের কাছে আততায়ীরা গুলি করে হত্যা করে বলে পরিবারের দাবি ৷ প্রবীণের কাকাতো ভাই অরুণ জানিয়েছেন, উইসকনসিনের মিলওয়াকিতে এমএস করছিলেন জি প্রবীণ ৷ কয়েক মাসের মধ্যে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসার কথা ছিল তাঁর । বুধবার সকালে (ভারতীয় সময়) মার্কিন কর্তৃপক্ষ পরিবারকে প্রবীণের মৃত্যুর খবর দেয় । তাঁর কিছু বন্ধু জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় প্রবীণের দেহ পাওয়া গিয়েছে ৷ কেউ কেউ বলছেন যে প্রবীণকে একটি দোকানে আততায়ীরা গুলি করে হত্যা করেছে ৷ কিন্তু মৃত্যুর সঠিক কারণ এখনও জানতে পারেনি ছাত্রের পরিবার । অরুণ বলেন, “বুধবার ভোরে প্রবীণ তাঁর বাবাকে ফোন করেছিল ৷ কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন বলে ফোন ধরেননি । এরপরেই ছেলের মৃত্যুর খবর পায় বাবা-মা ৷ ঘটনাটি জানার পর প্রবীণের বাবা-মা হতবাক হয়ে গিয়েছেন ।”