২৪ ঘণ্টারও বেশি সময় পার, এখনও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে ৮

 তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেল (SLBC)-এ টানেল দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৮ জন শ্রমিক আটকা পড়েছেন। এই মুহূর্তে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে জল জমে আছে। তাই উদ্ধারকাজে আরও সময় লাগছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF)-এর কর্তার মতে, সুড়ঙ্গে প্রবেশের কোনও উপায় নেই। হাঁটু পর্যন্ত কাদা-জল জমে আছে। টানেলের ভেতরে অক্সিজেন পাঠানো হচ্ছে। জল নিষ্কাশনের জন্য ১০০ হর্সপাওয়ার পাম্পের ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজের জন্য ১৪৫ জন এনডিআরএফ এবং ১২০ জন এসডিআরএফ কর্মী মোতায়েন করা হয়েছে। সেকেনদরাবাদে একটি আর্মি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের একটি দলও রয়েছে উদ্ধারকাজে। গত ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। টানেলের প্রবেশপথের ১৪ কিলোমিটার ভিতরে টানেলের ছাদের প্রায় ৩ মিটার অংশ ধসে পড়ে। এই সময় প্রায় ৬০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বাকি শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসতে পারলেও টানেল বোরিং মেশিন (টিবিএম) পরিচালনাকারী শ্রমিক ও ইঞ্জিনিয়ররা টানেলের গভীরে আটকে পড়েন। টালেনের ভিতরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়র, দুজন মেশিন অপারেটর এবং চারজন শ্রমিক রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় কয়েকজন শ্রমিক আহতও হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

error: Content is protected !!