আগামী দু-দিনে আরও নামবে তাপমাত্রা

শীতে কাঁপছে পশ্চিমাঞ্চলের সব জেলা। আগামী দু’দিনে তাপমাত্রা নামবে আরও, শীতের ইনিংস লম্বা হবে বলে পূর্বাভাস।দক্ষিণবঙ্গে অবাধ হবে উত্তুরে হাওয়া, বুধবারের মধ্যে আরও ২ ডিগ্রি নামতে পারে পারদ। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। আপাতত শীত থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। অর্থাৎ ২২ ডিসেম্বর পর্যন্ত টানা শীতের স্পেল। জম্মু-কাশ্মীর থেকে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজ। তাই আপাতত অবাধ ঠাণ্ডা কনকনে উত্তুরে হাওয়া চলবে। কাল রাতের পর আরও নামতে পারে পারদ। ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।

error: Content is protected !!