
ঘূর্ণিঝড় সিতরাং-এর ধাক্কায় নামল তাপমাত্রা
তবে স্বস্তি এটাও, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বস্তি এনেছে আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ বাংলার বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। সিতরাং যেতেই শীতের অনুভূতি বাংলা জুড়ে। তাপমাত্রা কোথাও ১ থেকে ২ ডিগ্রি আবার সর্বোচ্চ ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেয়েছে। কয়েকটি শব্দে বলতে গেলে সিতরাং যেতেই শীতের অনুভূতি শুরু হয়েছে। সিতরাং-এর প্রভাবে বৃষ্টি উত্তরবঙ্গেও। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে বাদ দিয়ে নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হয়। অন্য দিকে এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায়। সব থেকে বেশি প্রভাব পড়ে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সেখানে ঝড় ও বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই দুই জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা কমাকে এখনই শীতের আগমনের সঙ্গে যুক্ত করতে রাজি নন আবহবিদরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা হ্রাস হলেও এখনই শীত পড়ার সম্ভাবনা নেই। সব থেকে বেশি শুঙ্কতা অনুভব হতে পারে। ঠোঁটের চামরায় টান ধরতে পারে। রাজ্যে এখনও শীতের পরিবেশ তৈরি হয়নি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।