আগামী ৪৮ ঘণ্টা আরও বাড়বে তাপমাত্রা, ৫ জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা আরও বাড়বে তাপমাত্রা । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ২১ তারিখ পর্যন্ত। মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আলিপুরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক ৪২.২ ডিগ্রি সেলসিয়াস মালদা ৪২ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস আসানসোল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সমস্ত জায়গাতেই তাপপ্রবাহ চলছে। 

error: Content is protected !!