জেরুজালেমে সিনাগগের বাইরে বন্দুক বাজের হামলা, মৃত ১০, আহত ১০

বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০। আহত ১০। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। হামলা চালিয়ে বন্দুকবাজ আত্মঘাতী হয় বলে খবরে প্রকাশ। প্রত্যদর্শীর বিবৃতি উদ্ধৃত করে পুলিশের তরফ থেকে বলা হয়েছে,  হামলা হয়েছে পূর্ব জেরুজালেমের উত্তরপ্রান্তের একটি সিনাগগে। বন্দুকবাজ গাড়ি চালিয়ে আসে। উপাসনাস্থলে বাইরে দাড়িয়ে থাকা প্রার্থনার জন্য অপেক্ষারতদের লক্ষ্য করে বদ্ধ উন্মাদের মতো গুলি চালাতে শুরু করে। বন্দুকবাজের হামলার হাত থেকে বাঁচতে তারা দ্রুত উপসনাস্থলে মধ্যে ঢোকার চেষ্টা চালায়। হামলার খবর পেয়ে দ্রুত ওই উপসনালয়ে পৌঁছে যায় পুলিশ। উপাসনাস্থল ঘিরে ফেলে। 

error: Content is protected !!